Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শণীয় স্থান

                       দর্শনীয় স্থান

                          সালামআবাদ শরীফ নয় গম্ভুজ মসজিদ  

 

 

 

জামালপুর জেলার সদর উপজেলাধীন ৫ নং ইটাইল ইউনিয়নে অবস্থিত সালাম আবাদ শরীফ অজ পাড়া গাঁয়ে অত্যন্ত মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা সালাম আবাদ শরীফ মহান এক আল্লাহ্‌র ওলি আলহাজ্ব শাহ্‌ সূফী ছাইফুল মালেক পীর সাহেব কেবলা পূর্বতন শৈলের কান্দা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেনতাহার পিতা ছিলেন সৈয়দ আলী আহমদ ও পিতামহ সৈয়দ আঃমজিদ পীর সাহেবের একান্ত প্রচেষ্ঠায় ও তাহার ভক্ত বৃন্দ নিয়ে রাসূল (সাঃ) এর আদর্শে মানবতার কল্যাণে গড়ে তুলেছেন সালাম আবাদ  শরীফের প্রতিষ্ঠান সমূহদুস্থ অসহায় গরীব পিতৃ মাতৃহীন ছাত্রদের শিক্ষাদীক্ষা ও ভরন পোষনের জন্য আবাসস্থল আল-আমীন এতিম খানাএতিমখানায় শত শত ছাত্রদের লেখা পড়ার পাশাপাশি কৃষি ও কারীগরি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বীভাবে গড়ে তুলা হচ্ছেপীর সাহেব কেবলার প্রতিষ্ঠিত সালাম আবাদ শরীফে প্রতি বছর চন্দ্র মাসের হিসাবে মাহ্‌ফিল অনুষ্ঠিত হয়উক্ত মাহ্‌ফিলে জিকির আজকার ওয়াজমিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়মানবতার কল্যাণ দেশ জাতির কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার মুক্তি ও শান্তির জন্য মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে বিশেষভাবে দোয়া করা হয়সকল মুসলিম উম্মার মাহ্‌ফিলের দাওয়াত রইলসালাম  আবাদ শরীফে দাঁড়িয়ে আছে নয় গম্ভুজ বিশিষ্ঠ বিশাল মসজিদ ও নহরে রব্বানী দীঘিযাহা দেখার জন্য দূর দুরান্ত থেকে অগনিত দর্শনার্থী আসেন

সালাম আবাদ শরীফের প্রতিষ্ঠান সমূহ

ক) আল-আমীন এতিম খানা          খ) সালাম আবাদ শরীফ আহ্‌মদীয়া সিনিয়র মাদ্রাসা গ)সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা  ঘ)নহরে রব্বানী দীঘি  ঙ) পশু পালন ও কৃষি খামার চ)আল মসজিদু আচ্ছালাম(মসজিদ) ছ) খাজা গরীবে নেওয়াজ হাসপাতাল

সালাম আবাদ শরীফের বাৎসরিক মাহ্‌ফিল সমূহঃ

·         মহররম উপলক্ষ্যে (১০) দিন ১লা মহরম থেকে ১০ই মহররম পর্যন্ত

·         আখেরী চাহার শোম্বাহ্‌ উপলেক্ষ্যে (এক দিন) সফর মাসের শেষ মঙ্গলবার দিবাগত রাত্রি

·         পবিত্র ঈদেমিলাদুন্নবী (দঃ) উপলক্ষ্যে ৮ই রবিউল আওয়াল থেকে ১২ই রবিউল আওয়াল ফযর পর্যন্ত

·         ফাতেহা ইয়াজ দহম উপলক্ষ্যে ১১ই রবিউস সানী (এক দিন)

·         মাসিক মাহ্‌ফিল (এক দিন) জমাদিউল আওয়াল মাসের দ্বিতীয় বৃহস্পতিবার

·         মাসিক মাহ্‌ফিল(এক দিন) জমাদিউস সানী মাসের দ্বিতীয় বৃহস্পতিবার

·         পবিত্র শবে মেরাজ উপলক্ষ্যে (এক দিন) ২৬ শে রজব

·         পবিত্র শবে বরাত উপলক্ষ্যে(আট দিন) ৭ই সাবান থেকে ১৫ই সাবান ফযর পর্যন্ত

·         পবিত্র শবে কদর উপলক্ষ্যে (এক দিন) ২৬শে রমযান

·         ১০মাসিক মাহ্‌ফিল (এক দিন) শাওয়াল মাসের দ্বিতীয় বৃহস্পতিবার

·         ১১পবিত্র ইদুল আযাহা উপলক্ষ্যে (এক দিন) ১২ই জিলহজ্ব।  

 

যাতায়াতজামালপুর  উপজেলা থেকে বাস/সিএনজি/ রিক্সা যোগে পীর সাহাবের  বাড়ীতে আসা যায়

ভাড়ার হার-৫০ -৬০ টাকা(জনপ্রতি)