Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিকসভারসিদ্ধান্তসমূহ

ইউনিয়ন উন্নয়ন সম্বন্ময় কমিটির

সভার কার্য্য-বিবরনী

৫নং ইটাইল ইউনিয়ন পরিষদ 

মেলান্দহ, জামালপুর।


সভাপতি ঃ জনাব মোঃ হাফিজুর রহমান (স্বপন)                                 তারিখ ঃ ৬/০১/২০২২ ইং

সভার স্থানঃ ইউ, পি কার্য্যালয়                                                              সময় ঃ ১১.০০ ঘটিকা

 

সভায় উপস্থিত সদস্য/সদস্যাদের নাম ও স্বাক্ষর 

 

পরিশিষ্ট ’’ক’’ দ্রষ্টব্য

 

অদ্যকার সভার সভাপতি জনাব মো হাফিজুর রহমান (স্বপন) চেয়ারম্যান সাহেব তাহার নিজ আসন গ্রহন করিয়া স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কাজ শুরম্ন করেন।


ক্রমিক নং

আলোচ্য বিষয়

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

১.

গত সভার কার্য্য-বিবরনী পাঠ

সভার প্রারম্ভেই গত সভার কার্য্য-বিবরনী পাঠ করা হয় এবং উক্ত বিষয়ের উপর বিসত্মারিত  আলোচনা করা হয়।

সর্ব-সম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

কমিটি

৩.

কৃষি (জিও)

সভায় ইউনিয়ন কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সাহেব জানান যে, অত্র ইউনিয়নের মরা নদীর নাব্যতা হ্রাসের জন্য কৃষি খাত হুমকির মুখে। বন্যার সময় অল্প পানিতেই কৃষি জমি নিমজ্জিত হয় এবং খরার সময় সেচের জন্য পানি পাওয়া যায় না। এ ছাড়া আউশ ধান চাষে পোকার আক্রমণ থেকে  পাওয়ার জন্য এ বৎসর চারা রোপনের পর জমিতে কীটনাশক প্রয়োগ করে পোকার আক্রমণ থেকে ধান গাছ  করা হইয়াছে এবং ফলন বৃদ্ধি পাওয়া যাবে।

অত্র উইনিয়নের সর্ব-সত্মরের কৃষি নির্ভর জনগনের চাহিদা অনুযায়ী সর্ব-সম্মতিক্রমে উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অত্র সভার পক্ষ হতে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

যথাযথ কর্তৃপক্ষ।

৪.

কৃষি (এনজিও)

সভায় এনজিওর  হতে ঢাকা আহছানিয়া মিশন এর জনাব মোঃ নজরম্নল ইসলাম সাহেব জানান যে, কৃষিতে দূর্যোগ মোকাবেলার জন্য কৃষি খাতে উন্নত জাতের বিভিন্ন চারা ও বীজ ঢাকা আহছানিয়া মিশনের পহতে কৃষকদের মধ্যে বিতরন করিয়া আসিতেছে্। এ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

অত্র উইনিয়নের সর্ব-সত্মরের জনগনের চাহিদা অনুযায়ী সর্ব-সম্মতিক্রমে উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অত্র সভার পক্ষ হতে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।

যথাযথ কর্তৃপক্ষ।

৫.

স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা (জিও)

স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার প্রতিনিধি উপস্থিত না থাকায় এ বিষয়ে কোন আলেচনা করা হইল না।

সংশিস্নষ্ট বিভাগকে পরবর্তী সভায় উপস্থিত হয়ে আলোচনায অংশ গ্রহনের জন্য অনুরোধ করা হইর।

যথাযথ কর্তৃপক্ষ।

৬.

আনছার ভিডিপি

আলোচনায় আনছার ভিডিপির সদস্য জনাব মোঃ ফরিদুল ইসলাম জানান যে, দূর্যোগ মোকাবেলায় আনছার ভিডিপির ভূমিকা খুবই গুরম্নত্বপূর্ণ এবং যে কোন দূর্যোগ মোকাবেলায় আনছার ভিডিপি সব সময় প্রস্ত্তুত থাকবে।

সংশিস্নষ্ট সকলকে যে কোন দূর্যোগ মোকাবিলায় আরো সতর্ক থাকার জন্য সভার হতে অনুরোধ জানানো হয়।

যথাযথ কর্তৃপক্ষ।

৭.

শিক্ষা 

আলোচনায় জনাব মোঃ আয়উব আলী সহকারী উপজেলা প্রাথমিক শ অফিসার, মেলান্দহ জানান যে, অত্র ইউনিয়নে প্রাথমিক শিকার্যক্রম সমেত্মাষজনক ভাবে পরিচালিত হচ্ছে।এ বিষয়ে আরো সজাক থাকার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রতিনিয়ত প্রাথমিক বিদ্যালয় গুলো পরিদর্শনের মাধ্যমে খোজ নেওয়ার জন্য আহবান জানান।

প্রসত্মাবটি সর্ব-সম্মতিক্রমে গৃহিত হয় এবং এ সর্ম্পকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য সভার প হতে ইউপিকে অনুরোধ জানানো হয়।

যথাযথ কর্তৃপক্ষ।

৮.

মৎস্য

সভায় মৎস্যর ফিল্ড এসিসট্যান্ট অনুপস্থিত থাকায় তাদের প্রতিনিধি মৎস্যজীবি জনাব মোঃ নজরম্নল সাহেব জানান যে মরা নদীর নাব্যতা কমে যাওয়ায় আমরা মাছ ধরতে পারি না। ফলে আমাদের মৎস্যজীবিরা অনেকে মৎস্যজীবীর পেশা ছেড়ে দিয়েছে। মিঠা পানির মৎস্যের অসিত্মত্ব রা করতে গেলে মরা নদীর ড্রেজিং এর মাধ্যমে খননের প্রয়োজন।

সর্ব-সম্মতিক্রমে মরা নদীর নাব্যতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপ কে অবহিত করা হইবে।

ইউপি

৯.

স্থানীয় সরকার প্রকৌশল

স্থানীয় সরকার প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ আঃ হাকিম সাহেব সভায় জনান যে, গত অর্থ বছরে এডিপি হতে যে সমসত্ম প্রকল্প গুলি গ্রহণ করা হয়েছিল উক্ত প্রকল্প গুলি প্রাক্যলন অনুযায়ী যথাযথ ভাবে বাসত্মবায়ন করা হয়েছে।

উক্ত প্রকল্প গুলি যথাযথ ভাবে বাসত্মবায়িত হওয়ায় সভার প হতে স্থানীয় সরকার প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী জনাব মোঃ আঃ হাকিম সাহেবকে ধন্যবাদ জানানো হয়।

যথাযথ কর্তৃপক্ষ।

১০.

কৃত্রিম প্রজনন

কৃত্রিম প্রজনন পয়েন্ট এর মোঃ রফিকুল ইসলাম জানান যে, অত্র ইউনিয়নের কৃষকদের গাভীর কৃত্রিম প্রজননের হার সমেত্মাষজনক।

এ বিষয়ে আরো প্রচারের জন্য সভায় সিদ্ধামত্ম গৃহিত হয়।

যথাযথ কর্তৃপক্ষ।

১১.

বিভিন্ন ভাতা কার্যক্রম

অত্র ইউনিয়নের সমাজকর্মী মোছাঃ শাহনাজ বেগম জানান যে, অত্র ইউনিয়নে বরাদ্দকৃত সামাজিক নিরাপত্ত্বার আওতায় বয়স্ক ভাতা, বিধবা/স্বামী পিরত্যাক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, হরিজন ভাতা ইত্যাদি কার্যক্রম সফলতার সহিত সুষ্ট ভাবে বাসত্মবায়িত হয়ে আসছে।

এ বিষয়ে  সভায় সমেত্মাষ প্রকাশ করা হয় এবং আরো সচ্ছতার সহিত কাজ করার জন্য সিদ্ধামত্ম গৃহিত হয়।

যথাযথ কর্তৃপক্ষ।

১২.

নিকাহ রেজিষ্টার

অত্র ইউনিয়নের নিকাহ রেজিষ্টার জনাব মৌঃ মোঃ রম্নহুল আমীন ভূট্রো সাহেব জানান যে, অত্র ইউনিয়নে বাল্য বিবাহ রোধ কল্পে নিকাহ রেজিষ্টার খুবই সর্তকতার সহিত সম্পন্ন করা হয়। ফলে অত্র ইউনিয়নে বাল্য বিবাহ নেই।

এ বিষয়ে  সভায় সমেত্মাষ প্রকাশ করা হয় এবং আরো সচ্ছতার সহিত কাজ করার জন্য সিদ্ধামত্ম গৃহিত হয়।

যথাযথ কর্তৃপক্ষ।

         

সভায় আর অন্যান্য দপ্তর অনুপস্থিত থাকায় তাদের বিভাগীয় আলোচনা পরবর্তী সভায় উপস্থিতি নিশ্চিত করে আলোচনার বিষয়বস্ত্ত উপস্থাপন করার জন্য অনুরোধ করা হইলো।


অতপর অদ্যকার সভায় আর অন্যকোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।

                                                                                                         

                                                                                                          সভাপতি